ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

প্রথমবারের মতো ভারতকে হারাল বাংলাদেশ নারী দল

আল আমিন | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ০২:২৬

আল আমিন
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ০২:২৬

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুরুতেই ভারতের বিপক্ষে দারুণ জয়ে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল। সেই সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পেল স্বাগতিক দলের মেয়েরা।

আজ রবিবার মিরপুরের মাঠে বাংলাদেশের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেন স্মৃতি-হারমানপ্রীতরা।

মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করে ১৫২ রানের ছোটখাটো সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের ব্যাটাররা।

অধিনায়ক নিগার সুলতানার ৩৯ রানের সাথে ফারজানার ২৭ রানের সুবাদে দেড়শ পার হয় বাংলাদেশের ইনিংস। জবাবে মারুফা আক্তারের ৪ উইকেট এবং রাবেয়া খানের ৩ উইকেটের সুবাদে ভারতের ইনিংস থামে ১১৩ রানে।

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: