ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আফগানিস্তানের বিপক্ষে শান্তর সেঞ্চুরি

আল আমিন | প্রকাশিত: ১৪ জুন ২০২৩ ২৩:১৬

আল আমিন
প্রকাশিত: ১৪ জুন ২০২৩ ২৩:১৬

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে টেস্টে মারকুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। তার আগ্রাসী ব্যাটিংয়ে চাপে পড়েছে আফগানিস্তান। ১১৮ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

এদিকে মাহমুদুল হাসান জয়ও অর্ধশতক পূর্ণ করেছেন। তাদের চোখ ধাঁধানো ব্যাটিং বেশ দাপটের সঙ্গে আফগান বোলারদের মোকাবিলা করছে।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে একমাত্র টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান।

নিজেদের ৭০০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারটা ভালোভাবেই পার করেছিলেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওভারে স্ট্রাইকে গিয়েই প্রথম বলে হোঁচট খেয়েছেন ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফেরা জাকির হাসান। আফগানদের হয়ে অভিষিক্ত পেসার নিজাত মাসুদের বলে খোঁচা দিয়েই তিনি উইকেটরক্ষকের তালুবন্দী হয়েছেন।

দলীয় ৬ রানের মাথায় ব্যক্তিগত দুই রানে সাজঘরে ফিরে যান তিনি। তবে শুরুর সেই ধাক্কা দারুণভাবে কাটিয়ে উঠেছেন মাহমুদুল হাসান জয় আর নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটিংয়ে ভর করে এগিয়ে যাচ্ছে টাইগাররা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: