ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

এক ম্যাচ খেলেই আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন

আল আমিন | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩ ২২:৫৩

আল আমিন
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩ ২২:৫৩

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: পারিবারিক কারণে ভারত থেকে দেশে ফিরে এসেছেন টাইগার ওপেনার লিটন দাস।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতে ছিলেন তিনি। আজ শুক্রবার বাংলাদেশে ফিরে এসেছেন লিটন।

চলতি আইপিএলে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছিলেন তিন ক্রিকেটার। কিন্তু পরে নিজের নাম সরিয়ে নেন সাকিব আল হাসান। দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান ও লিটন দাস খেলতে যান কলকাতা নাইট রাইডার্সে। মুস্তাফিজ সুযোগ পেয়েও বাজে পারফর্ম করে জায়গা হারিয়েছেন একাদশে।


এদিকে, একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন লিটন। প্রথম বলেই তিনি হাঁকিয়েছিলেন বাউন্ডারি। পরে অবশ্য ফেরেন ৩ বলে ৪ রান করে। এরপর উইকেটরক্ষক হিসেবেও দুটি বড় ভুল করেন। ওই এক ম্যাচ খেলেই কলকাতার একাদশ থেকে বাদ পড়েন লিটন। এরপর স্কোয়াডেও জায়গা হয়নি তার।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: