ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মে মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট-ইন্ডিজ দল

আল আমিন | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩ ২১:১৮

আল আমিন
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩ ২১:১৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: তিনটি চার দিনের ম্যাচ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফর করতে আসছে ওয়েস্ট-ইন্ডিজ ‘এ’ দল।

সোমবার রাতে চূড়ান্ত সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং অন্যটি হবে সিলেটের আউটার মাঠে।

তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ক্যারিবিয়ান দল। ১৬ থেকে ১৯ মে সিলেটে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। এরপর ২৩ থেকে ২৬ মে সিলেট আউটার স্টেডিয়ামে হবে দ্বিতীয় চারদিনের ম্যাচটি।

সাদা পোশাকের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৩০মে। এরপর সফর শেষে উইন্ডিজ 'এ' দল বাংলাদেশ ত্যাগ করবে ৩ জুন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: