
নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশ জয়লাভ করে। বাংলাদেশ সফরে এসে এই প্রথম টস জিতলেন ইংলিশ অধিনায়ক বাটলার। ওয়ানডের তিন ম্যাচ এবং প্রথম দুই টি-টোয়েন্টিতেই টস হেরেছেন এ ইংলিশ ম্যান। চলতি বছর এর আগে মোট ৮ বার টস করতে নেমে একবারও জিততে পারেননি ইংলিশ অধিনায়ক।
মঙ্গলবার মিরপুরের শেরে-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তানভীর ইসলামের। তানভীরের জন্য জায়গা ছাড়তে হয়েছে নাসুমকে। আর আফিফ হোসেনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন শামীম পাটোয়ারী।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: