ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আমি বলে-কয়ে খেলা ছাড়ার লোক না: মাশরাফি

আল আমিন | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৪৪

আল আমিন
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৪৪

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: তিন বছর ধরে জাতীয় দলের বাইরে দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। জাতীয় দল থেকে দূরে থাকলেও এখনো ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি।

রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হয়।

নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে মাশরাফি বলেন, আমি আগেও বলেছি— আমার জাতীয় দলে খেলার ইচ্ছা নেই। আমি যতক্ষণ উপভোগ করছি, যতক্ষণ শরীর সাপোর্ট দিচ্ছে, আমি খেলছি। আমি বলে-কয়ে খেলা ছাড়ার লোক না। প্রেস কনফারেন্স করে, ক্রিকেট থেকে সরে যাওয়ার ইচ্ছা নেই। যদি টুর্নামেন্টের মাঝে মনে হয় খেলব না, তা হলে খেলব না। এমন আলোচনা আপাতত কেয়ার করার দরকার আছে বলে মনে করি না।

এদিকে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিলেট-রংপুর ম্যাচ শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি বলেন, খেলার ক্ষেত্রে ভালো-খারাপ সময় সবসময় আসবে। পরিবারের একজন সদস্য হিসেবে সবসময় মাশরাফিকে সাপোর্ট দিয়ে আসছি। তবে খারাপ সময়ে ভেঙে পড়া যাবে না। মনোবল দৃঢ রাখতে হবে। ওর পাশে আছি আমরা, সবসময় থাকব।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার মেগা ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে মাশরাফির দল।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: