ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি

আল আমিন | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩১

আল আমিন
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:   বিপিএলের পরবর্তী পর্বে উঠতে পারেনি ঢাকা ডমিনেটর্স। গ্রুপপর্বে দলটির বাকি আছে আর মাত্র এক ম্যাচ। আর সেই ম্যাচেই থাকবেন না পেসার তাসকিন আহমেদ। মূলত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকার কারণেই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবি।

এদিকে বিপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান ধরনের টিয়ার দেখা গেছে তাসকিনের। এই কারণে গতকাল মিরপুরে অনুশীলনও করেননি তিনি। এ ব্যাপারে ঢাকার ফিজিও জয় বিশ্বাস জানান, এ ধরনের চোট থেকে সেরে উঠতে দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও সাংবাদিকদের বলেছেন, আপাতত তাসকিনকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাকে বিশ্রামে থাকতে হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: