ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

আল আমিন | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২ ০৪:২৫

আল আমিন
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২ ০৪:২৫

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক করে আজ বৃহস্পতিবার ১৭ সদস্যের এই দল ঘোষণা করা হয়েছে।

ইনজুরির কারণে তামিম ইকবাল প্রথম টেস্টে খেলতে পারছেন না। তবে সাবেক অধিনায়ক মমিনুল হক টেস্ট দলে সুযোগ পেয়েছেন। নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান জাকির হাসান। আছেন পেসার রেজাউর রহমানও।

বাংলাদেশ দল : মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান, এনামুল হক বিজয়।

১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: