ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইংলিশদের কাঁদিয়ে আয়ারল্যান্ডের জয়

আল আমিন | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২ ০১:৪৫

আল আমিন
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২ ০১:৪৫

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে মেলবোর্নে টস জিতে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। কিন্তু বৃষ্টি যেন যম হয়ে নেমে এলো ইংল্যান্ড শিবিরে।

৫.৩ ওভরের খেলা বাকি তখনও। এ সময় ইংলিশদের কাঁদিয়ে নেমে এলো বৃষ্টি। শেষ পর্যন্ত এই বৃষ্টি আর থামলো না এবং ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে বৃষ্টি আইন ডার্কওয়ার্থ লুইস মেথডে হিসেব করে আয়ারল্যান্ডকেই ৫ রানে বিজয়ী ঘোষণা করেন।

বিশ্বকাপে টপ ফেবারিট হিসেবে খেলতে আসার পর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় পেলেও ইংলিশদের বেশ ধুঁকতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে এসে আয়ারল্যান্ডের কাছে পরাজয়ই বরণ করতে হলো।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ১৫৭ রানে অলআউট হয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ইংল্যান্ডও খুব ভালো অবস্থানে ছিল না। বৃষ্টি নামার সময় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান ছিল তাদের।

ডি/এল মেথডে ইংলিশরা তখনও আয়ারল্যান্ডের চেয়ে ৫ রান পিছিয়ে। শেষ পর্যন্ত এই ৫ রানই জয়-পরাজয়ের
নির্ধারক হয়ে দাঁড়ালো।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: