ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নেদারল্যান্ডস হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

আল আমিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ ০২:০৫

আল আমিন
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ ০২:০৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। টিম টাইগার্সের দেয়া ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ডাচরা অলআউট হয়ে গেছে ১৩৫ রানে।

সেই ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ৬টি আসর হয়ে গেলেও মূল পর্বে আর একটি জয়ও ধরা দেয়নি। এবার সেই অপেক্ষার অবসান হয়েছে।

টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পর দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে অবশেষে অধরা জয় পেল সাকিবের দল।

বাংলাদেশের দেয়া ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম দুই বলেই দুই উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস। তাসকিনের লেন্থের বল ব্যাটের কোণায় লাগিয়ে একে একে প্যাভিলিয়নে ফেরেন বিক্রমজিৎ সিং এবং বাস ডি লিড। এরপর মাঝে দুই রান আউটে ম্যাচ থেকে ছিটকে পড়ে ডাচরা।

আশার আলো দেখাচ্ছিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক এডওয়ার্ডস এবং অ্যাকারম্যান। তারা দুজনে মিলে ৪৪ রানের একটি জুটি গড়েন। তবে শেষ পর্যন্ত সেই জুটি ভাঙেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু একপ্রান্ত আগলে রেখে দলকে টানতে থাকেন অ্যাকারম্যান। তবে শেষ পর্যন্ত তার ৬২ রানও দলকে জেতাতে পারেনি।

নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের পেসাররা। ২৫ রানে চার উইকেট নিয়ে তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পাশাপাশি হাসান মাহমুদও পেয়েছেন ১৫ রান খরচায় দুই উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোভাবে করলেও পাওয়ার প্লের পর এলোমেলো ব্যাটিং করতে থাকে বাংলাদেশের ব্যাটাররা। ওপেনিং জুটি থেকে আসে ৪৩ রান। এরপর বড় শট খেলতে গিয়ে একে একে প্যাভিলিয়নে ফেরেন সাকিব, লিটন, ইয়াসির আলিরা।

সাকিবও ৭ রান করে শারিজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হন। এদিন ব্যর্থ ছিলেন ইয়াসির আলি, সোহানরাও। বৃষ্টির কারণে মাঝে ম্যাচ কিছুক্ষণ বন্ধ ছিল। ম্যাচের আগেই জানানো হয়েছিল, বাংলাদেশের ম্যাচের বৃষ্টির আশঙ্কা রয়েছে।

২৭ বলে ৩৮ রান করেন আফিফ। শেষের দিকে মোসাদ্দেক অপরাজিত ছিলেন ১২ বলে ২০ রান করে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: