ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়

আল আমিন | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ০৫:২১

আল আমিন
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ০৫:২১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: নারী এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে দিয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) টাইগ্রেস বোলারদের সামনে মাত্র ৪১ রানে গুঁড়িয়ে গেছে মালয়েশিয়ার নারীরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক জ্যোতি এবং মুর্শিদা খাতুনের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৯ রানের সংগ্রহ দাঁড় করায়।

লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেস বোলারদের বোলিং তোপে ১৮.৫ ওভারে মাত্র ৪১ রানে গুড়িয়ে যায় মালয়েশিয়া। ফলে ৮৮ রানের বড় জয় পায় স্বাগতিকরা। ফারিহা তৃষ্ণা করেন হ্যাটট্রিক।

এদিন অভিষেকেই হ্যাটট্রিক করা ফারিহা তৃষ্ণা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উচ্ছ্বাসের সাথে নিজের অনুভূতি জানিয়ে বলেন, অভিষেক ম্যাচ ছিল, চেষ্টা করেছি নিজের ভালোটা দেওয়ার। আজকের ম্যাচে যে আমার অভিষেক হবে- তা জানতে পেরেছি আজকে সকালেই। অভিষেকেই হ্যাটট্রিক হয়েছে, এতে অনেক খুশি অভিষেক ম্যাচেই স্মরণীয় কিছু করতে পারছি।

থাইল্যান্ডকে ৯ উইকেটে হারানোর পর পাকিস্তানের কাছে হারের ধাক্কা খায় বাংলাদেশ। সেই থাইল্যান্ড পাকিস্তানকে থামানোর দিনে স্বাগতিকরা ফিরলো জয়ে। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে বাংলাদেশ।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: