
স্পোর্টস ডেস্ক: শেষ ওভার করে এসে পাকিস্তানকে এলোমেলো করে দেন হাসারাঙ্গা। প্রথমে ফিফটি করা রিজওয়ানকে ফেরান। একবল পরেই নতুন ব্যাটসম্যান আসিফ আলীকে বোল্ড করেন। আর পঞ্চম বলে ২ রান করা খুশদীল শাহকে শর্ট থার্ড ম্যানে ক্যাচ বানিয়ে ফেরান। তার করা ১৭তম ওভারে এলোমেলো হয়ে যায় পাকিস্তান।
লাইভ স্কোর:
পাকিস্তান: ১২৬/৯ (১৯.৪ ওভারে)
ব্যাটিং: হাসনাইন ১* ও রউফ ৫* ।
আউট: ২২/১ (বাবর ৫), ২২/২ (ফখর ০), ৯৩/৩ (ইফতিখার ৩২), ১০২/৪ (নাওয়াজ ৬), ১১০/৫ (রিজওয়ান ৫৫), ১১১/৬ (আসিফ ০), ১১২/৭ (খুশদীল ২), ১২০/৮ (শাদাব ৮), ১২৫/৯ (নাসিম ৪)।
বোলিং: মাদুশান ৩/১৫, হাসারাঙ্গা ২/২৬, চামিকা ১/২৫।
শ্রীলঙ্কা: ১৭০/৬ (২০ ওভারে)
ব্যাটিং: রাজাপাকসে ৭১* ও চামিকা ১৪* ।
আউট: ২/১ (কুশাল ০), ২৩/২ (নিসানকা ৮), ৩৬/৩ (গুনাথিলাকা ১), ৫৩/৪ ( ধনঞ্জয়া ২৮), ৫৮/৫ (শানাকা ২), ১১৬/৬ (হাসারাঙ্গা ৩৬) ।
বোলিং: নাসিম ১/১১, রউফ ৩/২১, শাদাব ১/১২, ইফতিখার ১/১৩ ।
শতরানে যেতে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান:
দারুণ বোলিং করা প্রমোদ মাদুশান ১৪তম ওভারে ফিরে এসেই ফেরান ইফতিখারকে। তার বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন ইফতিখার। ২ চার ও ১ ছক্কায় ৩২ রান করে যান তিনি। এরপর দ্রুতই ফেরেন নাওয়াজ। ১০২ রানের মাথায় চামিকা করুণারত্নের বলে মাত্র ৬ রান করে আউট হন তিনি
আপনার মূল্যবান মতামত দিন: