ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিংয়ে থাকছে ২ বাংলাদেশি

আল আমিন | প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ০২:৫১

আল আমিন
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ০২:৫১

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাতে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

ক্রিকেট বিশ্বের অন্যতম হাই ভোল্টেজ এই ম্যাচ আগামীকাল রবিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। এই ম্যাচ দিয়ে দুই দলই শুরু করবে নিজেদের এবারের এশিয়া কাপের যাত্রা।

এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। দুই দল যখন মাঠে লড়বে তখন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশি মাসুদুর রহমান মুকুলকে। এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন গাজী সোহেল।

ক্যারিয়ারে এক পর্যন্ত ৫৩টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন মাসুদুর রহমান মুকুল। যার মধ্যে ৪১টি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: