ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অস্ত্রোপচারের পরেও এশিয়া কাপে খেলা নিয়ে যা বললেন সোহান

আল আমিন | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ২১:৪৫

আল আমিন
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ২১:৪৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আঙুলে চোটের কারনে এশিয়া কাপ খেলা হবে না নুরুল হাসান সোহানের। চোট সারতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।

কিন্তু শনিবার এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াডে দেখা গেল সেখানে সোহানের নাম ঠিকই আছে।

সদ্য অস্ত্রোপচার হওয়া ক্রিকেটার এমন চোট নিয়ে কী করে এশিয়া কাপের দলে? তার জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, দল ফাইনালে উঠলে শেষ ২-৩ ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন সোহান।

এশিয়া কাপে খেলার সম্ভাবনার বিষয়ে গণমাধ্যমকে সোহান বললেন, ‘এখনো ফ্র্যাকচারে প্লাস্টার আছে। আগামী ২১ কিংবা ২২ আগস্ট এক্সরে করা হবে। তখনই আসলে বোঝা যাবে, ফ্র্যাকচার ভালো হয়েছে কিনা? এখন আমার বাঁ-হাতের ফ্র্যাকচার হওয়া তর্জনীতে তিনটি পিন আছে। এক্সরে রিপোর্ট পজিটিভ হলে ওই পিন তিনটি খোলা হবে। তখন বলা যাবে আমি খেলতে পারব কী পারব না। এ মুহূর্তে আমি শুধু আশাই করতে পারি। তবে সব কিছুই নির্ভর করছে এক্সরে রিপোর্টের ওপর। এক্সরে রিপোর্ট ভালো আসলে আশা করি এশিয়া কাপ খেলা হবে। আমি চাই শতভাগ সুস্থ হয়ে খেলতে।’

চোটাক্রান্ত সোহানের কণ্ঠে দৃঢ় প্রত্যয়, ‘আশা করছি শতভাগ সুস্থ হয়েই খেলব। যদি খেলতে পারি তাহলে নিজের সেরাটা উপহার দিতে সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করব।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: