ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আইসিসি বাংলাদেশ দলকে জরিমানা করেছে

আল আমিন | প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ০৮:৫৪

আল আমিন
প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ০৮:৫৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: হারের ম্যাচে জরিমানাও গুণতে হয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে। ডমিনিকায় গত রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ঝড় সামলাতে গিয়ে বোলিংয়ে একটু বেশি সময় নেয় বাংলাদেশ। মাহমুদউল্লাহর রিয়াদের দলকে সেই ভুলেরই মাশুল গুণতে হয়েছে।

মন্থর ওভার-রেটের কারণে আইসিসি বাংলাদেশ দলকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে।

আইসিসি আজ বুধবার বিবৃতিতে জানিয়েছে, বাড়তি সময় বিবেচনায় নিয়েও পুরো ২০ ওভার শেষ করতে যত সময় লাগার কথা ছিল, বাংলাদেশ দল তার চেয়ে এক ওভার পিছিয়ে ছিল।

মাঠ আম্পায়ার লেসলি রেইফার জুনিয়র ও নাইজেল ডুগুই, তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্রাফেট ও চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গাস্টার্ড বাংলাদেশ দলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। সেই অভিযোগ আমলে নিয়েই আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন বাংলাদেশ দলকে এই শাস্তি দেন।

টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান তুলেছিল উইন্ডিজ। সাকিব আল হাসানের ফিফটির পরও ৩৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি বৃহস্পতিবার, হবে গায়ানায়।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: