ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শক্তিশালী ‘ইয়ান’র আঘাতে তছনছ ফ্লোরিডা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২০:৪০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২০:৪০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী হারিকেন ‘ইয়ান’ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ঘণ্টায় প্রায় ২৪১ কিলোমিটার বেগে আঘাত হানে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১৮ লাখের বেশি বাসিন্দা।

হারিকেনটির প্রভাবে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক জলোচ্ছ্বাস। আশপাশের বিভিন্ন শহরে ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

হারিকেনের কারণে ফ্লোরিডার কয়েকটি বিমানবন্দরের ২,০০০ বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া বুধ ও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রজুড়ে আরো সাড়ে ৩,০০০ বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

হারিকেন ‘ইয়ান’ মোকাবিলায় উপকূলীয় এলাকায় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয় ফ্লোরিডা প্রশাসন। হারিকেনের কারণে উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে ইয়ানের প্রভাবে ফ্লোরিডা উপকূলের কাছে উত্তাল সাগরে ডুবে গেছে কিউবার অভিবাসীদের বহনকারী একটি জাহাজ। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছেন।

২০০৪ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানা আরেক হারিকেন চার্লির পর ইয়ানকেই সবচেয়ে শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে কিউবার পশ্চিম উপকূলে আঘাত হানে হারিকেন ইয়ান। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাতের পাশাপাশি ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এতে হতাহত হন বেশ কয়েকজন। সূত্র: বিবিসি, আল-জাজিরা।



আপনার মূল্যবান মতামত দিন: