ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

করোনায় আক্রান্ত মার্কিন ফার্স্টলেডি

আল আমিন | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২ ০৩:০৪

আল আমিন
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২ ০৩:০৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হওয়ায় জিল বাইডেন পাঁচ দিন আইসোলেশনে থাকবেন।

মঙ্গলবার জিল বাইডেনের করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। খবর এএফপির।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, জিল বাইডেনের শরীরে করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হওয়ার দুই সপ্তাহ পর তার স্ত্রী জিল বাইডেনও এ ভাইরাসে আক্রান্ত হলেন।

জিল বাইডেনের করোনা শনাক্ত হওয়া নিয়ে তার যোগাযোগবিষয়ক পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে জানিয়েছেন, সোমবার ৭১ বছর বয়সী জিল বাইডেনের করোনা নেগেটিভ আসে। কিন্তু পরে তার ঠাণ্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয়।

তিনি আরও বলেন, র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় জিল বাইডেনের করোনা নেগেটিভ এসেছিল, কিন্তু পরে পিসিআর পরীক্ষায় পজিটিভ আসে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন ফার্স্টলেডিকে মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিডের একটি কোর্স দিয়েছেন চিকিৎসক।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: