ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মাংকিপক্স: পুরো আমেরিকায় জরুরি অবস্থা ঘোষণা

আল আমিন | প্রকাশিত: ৫ আগস্ট ২০২২ ১৯:৫২

আল আমিন
প্রকাশিত: ৫ আগস্ট ২০২২ ১৯:৫২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মাংকিপক্স নিয়ে পুরো আমেরিকায় স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন সরকার। দেশটিতে এ পর্যন্ত ছয় হাজার ৬০০ ব্যক্তি মাংকিপক্সে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে।

মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রী জ্যাভিয়ার বেসারা বৃহস্পতিবার এই জরুরি অবস্থা ঘোষণা করেন।

তিনি বলেন, এই ভাইরাসকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা মাংকিপক্সকে বিশেষ গুরুত্ব সহকারে নেওয়ার জন্য এবং এই ভাইরাস মোকাবেলায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে প্রতিটি মার্কিন নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়েই এই ভাইরাসকে যদি নির্মূল করতে হয় তাহলে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত যত রোগী শনাক্ত করা হয়েছে তার প্রায় এক-চতুর্থাংশ নিউইয়র্ক অঙ্গরাজ্যের। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, রয়টার্স।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: