ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি, ৬ জন নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ১৯:৩০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ১৯:৩০

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ৩১ জন।

সোমবার (৪ জুলাই) ব্রিটিশ সংবাদ মাধ্যম (বিবিসি) এক প্রতিবেদনে জানায়, শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্যারেড (কুচকাওয়াজ) শুরুর প্রায় ১০ মিনিট পরই কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এতে অকস্মাৎ অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রবার্ট ই ক্রিমো নামে ২২ বছর বয়সী এক যুবককে চিহ্নিত করেছে হাইল্যান্ড পার্ক পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি। সন্দেহভাজন ওই যুবকের সন্ধানে আছে পুলিশ।

পুলিশ বলেছে, সকালে বন্দুকধারীর হামলায় ৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ৩১ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর হাইল্যান্ড পার্কের চারপাশের এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: