ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ভারতীয় বংশোদ্ভূত নিহত

আল আমিন | প্রকাশিত: ২৮ জুন ২০২২ ০৫:৫৭

আল আমিন
প্রকাশিত: ২৮ জুন ২০২২ ০৫:৫৭

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্ক স্টেটের কুইনস সিটিতে।

জানা গিয়েছে, গাড়িটি তার বাড়ি থেকে রাস্তায় পার্ক করা হয়েছিল, যখন তাকে গুলি করা হয়েছিল। তিনি এই ঘটনার কিছু আগেই ওই গাড়িটি তাঁর একটি বন্ধুর কাছ থেকে নিয়েছিলেন এবং সেটাই তিনি চালিয়ে এবার পার্ক করতে যাচ্ছিলেন। তখনই ঘটে ওই ঘটনা।

সূত্রের খবর, ওই ব্যক্তিকে লক্ষ্য করে বন্দুকধারী মুহুর্মুহু গুলি চালায়। নিহতের শরীরে একাধিক গুলি বিদ্ধ হয়। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, ৩১ বছর বয়সি ওই ব্যক্তির নাম সাতনাম সিং। তিনি ভারতীয় বংশোদ্ভূত।

আমেরিকায় বন্দুক অস্ত্র আইনে পরিবর্তন আনলেও কোনো সুরাহা মিলছে না। প্রায় প্রতি সপ্তাহেই ঘটছে এই ধরনের ঘটনা। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, এনডিটিভি

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: