ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মসজিদুল হারামে বাংলাসহ ১০ ভাষায় জুমার খুতবা শোনার ব্যবস্থা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২০ মে ২০২৩ ০১:৪১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২০ মে ২০২৩ ০১:৪১

ছবি সংগৃহীত

সৌদিআরব থেকে: সৌদি আরবের পবিত্র মক্কা মুকারমায় অবস্থিত মুসলমানদের সবচেয়ে পবিত্র ইবাদতস্থল মসজিদুল হারাম।কাবা শরিফ বেষ্টিত এই মসজিদে এখন থেকে জুমার নামাজের খুতবা বাংলাসহ অন্তত ১০টি ভাষায় অনুবাদ শোনার ব্যবস্থা করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়,আরবি খুতবা হতে অনুবাদকৃত ভাষাগুলো হচ্ছে- বাংলা, উর্দু, ইংরেজি, ফরাসি, ফার্সি, তুর্কি, মালয়, রাশিয়ান, হাউসা ও চাইনিজ।

মসজিদুল হারামের ডেপুটি চিফ আহমাদ আব্দুল আজিজ আল হুমাইদি জানিয়েছেন, ওই ১০ ভাষার অনুবাদ এফএম রেডিও ও ‘মানারাতুল হারামাইন’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগ্রহী মুসল্লিরা শুনতে পারবেন।

আল হুমাইদি আরো জানান যে, উল্লেখিত ভাষাগুলোতে খুতবা অনুবাদের জন্য যেসব ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে, তারা তাদের ভাষায় দ্রুত ও নির্ভুল অনুবাদে করতে পারদর্শী।

বিশ্বের জনসংখ্যা ও জনপ্রিয়তার দিকে এগিয়ে এই ১০টি ভাষার মানুষদের মসজিদুল হারামের খুতবা অনুবাদের কারণে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন। কারণ, যারা আরবি বোঝেন না, তারা তাৎক্ষণিক সরাসরি অনুবাদের মাধ্যমে নিজ মাতৃভাষায় শুনতে পারছেন এবং সেই অনুযায়ী আমল করতে পারছেন ।



আপনার মূল্যবান মতামত দিন: