
সৌদিআরব থেকে : সৌদিআরবের রাজধানী রিয়াদের বিভিন্ন সামরিক পোশাকের দোকানগুলিতে অভিযান চালানোর সময় সামরিক পোশাক বিক্রি এবং সেলাইয়ের বেশ কয়েকটি দোকানে ২৮ হাজার এরও বেশি সামরিক পদ, প্রতীক এবং পদক বাজেয়াপ্ত করেছে সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী।
তথ্যে জানা যায়, বুধবার সামরিক পোশাক বিক্রি এবং সেলাইয়ের বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে ৮০টি সামরিক ইউনিফর্ম বাজেয়াপ্ত করা ছাড়াও ২৮ হাজার এরও বেশি সামরিক পদ, প্রতীক এবং পদক উদ্ধার করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাসহ দুটি দোকান বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রেসিডেন্সি,রিয়াদের শ্রম অফিস,ন্যাশনাল গার্ড মন্ত্রণালয় ছাড়াও অঞ্চলের পুলিশ অংশগ্রহণে পরিদর্শন সফর করেন।
আপনার মূল্যবান মতামত দিন: