ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সৌদি আরবে ১১০৭৭ অভিবাসী গ্রেফতার

আল আমিন | প্রকাশিত: ৯ মে ২০২৩ ০০:০৭

আল আমিন
প্রকাশিত: ৯ মে ২০২৩ ০০:০৭

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :  আবাসন, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার ৭৭ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের একাধিক নিরাপত্তা সংস্থা এই গ্রেফতার অভিযান পরিচালনা করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

টুইটারে দেওয়া এক পোস্টে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশজুড়ে অভিযান চালিয়ে ১১ হাজার ৭৭ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৭ এপ্রিল থেকে ৩ পর্যন্ত অভিযান চালিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়।

সূত্র : আরব নিউজ, অ্যারাবিয়ান বিজনেস

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: