ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রী নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩ ০০:২১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩ ০০:২১

ফাইল ছবি

বিদেশবার্তা ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। জানা গেছে, নিহত ৯ জনই পাকিস্তানি, তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন পাকিস্তানি ওই নাগরিকরা। এ সময় তাদের গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৯ পাকিস্তানি নিহত ও আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ পাকিস্তানি নাগরিকও রয়েছেন।

গত মার্চে মক্কায় ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে।

সৌদি আরবের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তানি ওমরাহ যাত্রীদের বহনকারী বাসটি মদিনার খামিস মুশায়েত থেকে আভা যাওয়ার সময় আসির প্রদেশের ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবত শা’র সড়কে দুর্ঘটনার মুখোমুখি হয়। সূত্র : খালিজ টাইমস।



আপনার মূল্যবান মতামত দিন: