
সৌদিআরব থেকে : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ২০জন ওমরাহ্ যাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছে।
আল-আসির প্রদেশ থেকে মক্কা আল মুকারামার পথে হজযাত্রীদের বহনকারী বাসটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলে ২০ জন ওমরাহ্ যাত্রী নিহত হন।
জানা যায়, ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস একটি সেতুর সাথে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে মুহুর্তেই আগুন ধরে যায় । আসির প্রদেশের আকাবা শার এলাকায় এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং প্রায় ২৯ জন গুরুতর আহত হয়েছে।
রাষ্ট্রীয় টিভি আল-এখবারিয়া জানিয়েছে,সোমবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।আসির প্রদেশের আকাবা শার এলাকার খামিস মুশায়েত থেকে ছেড়ে বাসটি মক্কার দিকে যাচ্ছিল।
তথ্যে জানা যায় যে বাসটি ব্রেক নিয়ে সমস্যা দেখা দিলে তা একটি সেতুর সাথে সংঘর্ষ হয়, যার ফলে বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়।এদিকে দুর্ঘটনায় নিহতদের জাতীয়তা এখনও জানা যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: