ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সৌদি আরবের ইতিহাসে প্রথম নারী নভোচারী রায়ানাহ বার্নাবি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪৭

ছবি : সংগৃহীত

সৌদিআরব থেকে : সৌদিআরবের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)এ পাঠানো হবে প্রথম নারী নভোচারীকে,ইতিমধ্যে তার নাম ঘোষণা করেছে সৌদি আরব সরকার।

রবিবার রায়ানাহ বার্নাবির নাম ঘোষণা করে দেশটি।চলতি বছরের মাঝামাঝি সময় আইএসএসে’এ পাঠানো হবে এই সৌদি নারী মহাকাশচারীকে।

মনুষ্যবাহী মহাকাশ ফ্লাইটে সক্ষমতা গড়ে তুলতে এবং বিশ্বব্যাপী মহাকাশ খাতের সুযোগের সদ্ব্যবহার করতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।

সৌদি প্রেস এজেন্সির বরাত জানা যায়,ওই মহাকাশ যাত্রায় প্রথম সৌদি নারী মহাকাশচারী রায়ানাহ বার্নাবি ছাড়াও থাকবেন একজন পুরুষ নভোচারী।যার নাম আলি আলকারনি।দু’জন এক্স-টু মহাকাশ মিশনের ক্রুতে যোগ দেবেন,মহাকাশযানটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হবে।

এছাড়া অন্য দুই মহাকাশচারী মরিয়ম ফিরদৌস ও আলী আল-গামদি সৌদি মহাকাশ ফ্লাইট প্রোগ্রামের প্রশিক্ষণ নিবে বলে জানা যায়।

 



আপনার মূল্যবান মতামত দিন: