ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পবিত্র মক্কার ঐতিহাসিক হেরা পর্বতে কোরআনের আয়াত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২ ২০:২৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২ ২০:২৭

ছবি : সংগৃহীত

সৌদিআরব থেকে: সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ঐতিহাসিক জাবালে নুর(হেরা পর্বতে)লেজার লাইটের মাধ্যমে পবিত্র কোরআনের কিছু আয়াত প্রদর্শন করানো হয়।

সম্প্রতি ১২ ডিসেম্বর মক্কার ‘হিরা কালচারাল ডিস্ট্রিক্ট’ এর বরাত দৃষ্টিনন্দন চারটি কোরআনের আয়াত সম্মিলিত দৃশ্যের ছবি লেজার শোর মাধ্যমে দেখা যায়।

আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে কোরআনের বেশ কয়েকটি আয়াত প্রদর্শন করানো হয় এদের মধ্যে পাহাড় সংশ্লিষ্ট একটি আয়াত সুরা নাবার ৭ নম্বর আয়াত প্রদর্শিত করানো হয় যার অর্থ হলো,‘এবং আমি কি পাহাড়কে পেরেক হিসেবে তৈরি করিনি?অপর আরেকটি আয়াত প্রদর্শন করানো হয় সুরা আলাকের প্রথম আয়াত, যার অর্থ,‘আপনি আপনার রবের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অন্যে আরেকটি লেজার শোতে দেখা যায় তাতে শুধু লেখা হয়েছে ‘ইকরা’(আপনি পড়ুন) এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’(আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ও মুহাম্মাদ আল্লাহর প্রেরিত রাসুল)।

পবিত্র কাবাঘর থেকে ১০ কিলোমিটার উত্তর-পূর্বে ৬৪২ মিটার উঁচু জাবালে নুর বা নুর পাহাড়ের চূড়ায় ঐতিহাসিক হেরা গুহা অবস্থিত,এখানেই মুহাম্মদ (সা.)এর কাছে জিবরাইল (আ.)এর মাধ্যমে প্রথম ওহি আসে ।ওহি আসা শুরুর আগে দীর্ঘ সময় তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েন এবং হেরা গুহায় এসে ইবাদত করতেন।

সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে দ্য রয়েল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হলি সাইটসের তত্ত্বাবধানে জাবালে নুরসহ ঐতিহাসিক স্থানগুলো নিয়ে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। মক্কার ধর্মীয় স্থাপনাগুলো ৬৭ হাজার বর্গমিটারের চেয়েও বড় এলাকাজুড়ে হেরা কালচারাল ডিস্ট্রিক্ট প্রতিষ্ঠার কাজ চলছে বলে জানা যায়।



আপনার মূল্যবান মতামত দিন: