ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মদিনায় ভিক্ষাবৃত্তির অপরাধে দুই পাকিস্তানীসহ তিন জন প্রবাসী গ্রেপ্তার

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ০০:২৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ০০:২৭

ছবি : সংগৃহীত

সৌদিআরব থেকে : সৌদিআরবের পবিত্র মদিনায় ভিক্ষাবৃত্তি করার অপরাধে দুইজন পাকিস্তানীসহ তিন জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনী।

আল-মদিনা আল-মুনাওয়ারাহ অঞ্চলের নিরাপত্তা কর্তৃপক্ষ এই অঞ্চলে ভিক্ষুকদের নিরীক্ষণ ও গ্রেপ্তারের জন্য তাদের নিবিড় অভিযান অব্যাহত রাখে, তারই ধারাবাহিকতায় ৩ জন প্রবাসীকে সরাসরি দোকানের সামনে এবং জনসাধারণের নিকট হতে ভিক্ষা করা অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করেন।

পবিত্র মদিনার নিরাপত্তা কর্তৃপক্ষ বিভিন্ন দোকানের সামনে ও পথচারীদের কাছ থেকে সরাসরি ভিক্ষা করার সময় একজন গতকাল পাকিস্তানি নাগরিক এবং পথচারীদের নিকট হতে সরাসরি ভিক্ষা করার সময় একজন ইয়েমেনি নাগরিককে গ্রেপ্তার করেছে।

অপরদিকে আরো একজন পাকিস্তানি নাগরিক বিভিন্ন রাস্তা এবং পাবলিক প্লেসে পথচারীদের কাছ থেকে সরাসরি ভিক্ষা করা অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পাকিস্তানি নাগরিককের নিকট হতে বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, সৌদিআরবে ভিক্ষাবৃত্তি করা আইনত দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত।



আপনার মূল্যবান মতামত দিন: