ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সৌদির প্রথম প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক রাজকীয় আদেশে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

রাজপরিবারশাসিত সৌদি আরবে এই প্রথম প্রধানমন্ত্রী পদ চালু হল। রাজপরিবারশাসিত সৌদি আরবে পদাধিকার বলে বাদশাহই মন্ত্রিসভার প্রধান ও প্রধানমন্ত্রী থাকছিলেন এতদিন। তবে সেই চর্চায় পরিবর্তন ঘটিয়ে পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন বাদশাহ সালমান।

এছাড়া বাদশাহ সালমান প্রতিরক্ষা উপমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে একটি ডিক্রিও জারি করেছেন। ইউসুফ বিন আবদুল্লাহ আল-বেনিয়ানকে নতুন শিক্ষামন্ত্রী নিযুক্ত করা হয়েছে। সূত্র : আরব নিউজ।



আপনার মূল্যবান মতামত দিন: