ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

এ বছর হজের খুতবায় নিযুক্ত হলেন মুহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ জুলাই ২০২২ ২৩:২৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ জুলাই ২০২২ ২৩:২৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : এ বছর হজের খুতবা দিতে শেখ মুহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসাকে নিযুক্ত করেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। তিনি বিশ্বের শীর্ষস্থানীয় বক্তা হিসেবে ব্যাপকভাবে সমাদৃত।

শুক্রবার (৯ জিলহজ) স্থানীয় সময় হজের খুতবা দেবেন তিনি।

বিশ্বব্যাপী মুসলমানদের প্রতিনিধিত্বকারী মক্কাভিত্তিক অলাভজনক সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ড. আল-ঈসা। এ ছাড়া তিনি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্টিলেকচুয়াল ওয়েলফেয়ার সেন্টারের প্রধান, যা চরমপন্থী এবং সন্ত্রাসবাদী মতাদর্শের বিরুদ্ধে লড়াই করে।

আন্তঃধর্মীয় সংলাপ, মধ্যপন্থা প্রচারে এবং চরমপন্থা ও বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে লড়াইকারী নেতা হিসেবে বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন ড. আল-ইসা।

২০১৬ সালের আগস্টে ড. আল-ইসা মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব নিযুক্ত হন। তিনি সৌদি আরবের সিনিয়র স্কলারস অর্গানাইজেশনে যোগ দেন এবং মুসলিম বুদ্ধিজীবীদের আন্তর্জাতিক সংস্থাটির চেয়ারম্যান হন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলামি ঐক্যে ও বিশ্ব শান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা প্রদান করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সালেহ।

এবার বাংলাসহ মোট ১৪টি ভাষায় হজের আরবি খুতবা শোনা যাবে। হজের খুতবা বাংলায় ভাষান্তর করবেন মোহাম্মদ শোয়াইব রশিদ ও তার সহকারী খলিলুর রহমান। হজের খুতবা বাংলায় শুনতে ভিজিট করুণ manaratalharamain.gov.sa



আপনার মূল্যবান মতামত দিন: