
অনলাইন ডেস্ক: শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তৃতীয় স্বামী রোশান সিং। আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার অভিযোগ এনে এই অভিনেত্রীর নামে মামলা করেন রোশান।
জানা গেছে, সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা করেছেন রোশানের আইনজীবী। এটিকে ‘পার্জারি’ মামলা বলা হয়।
গতবছর রোশানের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদ ও ভরণপোষণের জন্য মামলা করেন শ্রাবন্তী। এই সময় ভরণপোষণ বাবদ মাসিক সাত লাখ রুপি দাবি করেন তিনি। কিন্তু মামলার সময় শ্রাবন্তী নিজের আয়-ব্যয়ের যে হিসাব দেখিয়েছেন, তা সঠিক নয় বলে পাল্টা মামলা করেন রোশান।
তিনি জানান, শ্রাবন্তী নির্বাচনে প্রার্থী হওয়ার সময় যে আয়-ব্যয়ের হিসাব দেন, সেই হিসাবের সঙ্গে এই মামলায় দেওয়া হিসাবের মিল নেই।
মামলাটিতে যে সাক্ষ্য দেওয়া হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। এমন অভিযোগ এনে আদালতে অভিনেত্রীর নামে মামলা করলেন রোশান।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে শ্রাবন্তীর জেলও হতে পারে। ১৬ ডিসেম্বর আলীপুর আদালতে এই মামলার পরবর্তী শুনানি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: