ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভাষাশহীদদের প্রতি শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

বিদেশ বার্তা | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২ ০২:২১

বিদেশ বার্তা
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২ ০২:২১

শিল্পী সমিতি

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, চিত্রনায়ক ফেরদৌস, অমিত হাসান, ইমন, কেয়া, জেসমিন আক্তার, নাদের খান, আজাদ খান, নানা শাহ্’সহ সমিতির অন্যান্য সদস্যরা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শিল্পী সমিতির প্রত্যেকেই খালি পায়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একইসঙ্গে আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: