ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মাহি-শান্তর ‘বুবুজান’র ট্রেইলার প্রকাশ

আল আমিন | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৪২

আল আমিন
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৪২

ফাইল ছবি

বিনোদন ডেস্ক: নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপৃট নিয়ে নির্মিত ‘বুবুজান’ সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি সিনেমাটি সারাদেশে মুক্তি।

শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমায় ‘বুবুজান’ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।

শান্ত খান বলেন, সিনেমাটি গল্প নির্ভর। মান্না স্যারের আম্মাজান ছবির মতো উনি যেমন মায়ের জন্য মা বলতে পাগল তেমন আমি এই সিনেমায় বোন বলতে পাগল। আর সালওয়া আমার নায়িকা। আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে। আশা করছি, দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।

এ প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, দর্শকের উদ্দেশ্য বলতে চাই আমার উপর আস্থা রেখে হলে আসুন এবং ‘বুবুজান’ দেখুন। আমি বিশ্বাস করি সবাই একটা ফ্রেস মুড নিয়ে বাসায় ফিরবেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: