ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মাদক মামলায় মডেল ফারিয়ার বিচার শুরু

আল আমিন | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩ ০২:৪৫

আল আমিন
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩ ০২:৪৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সমালোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ মামলার বিচার কার্যক্রম শুরু হলো। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ মোরশেদ আলমের আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ আগস্ট রাতে রাজধানীর বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানাসহ তিন থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি সকল মামলায় জামিনে রয়েছেন।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: