
বিনোদন ডেস্ক: বিরতি কাটিয়ে আবারও বড়পর্দায় ফিরলেন আলোচিত সমালোচিত চিত্রনায়িকা মুনমুন। তবে নায়িকা হয়ে নয়, সম্প্রতি মুক্তি পাওয়া ‘রাগী’ ছবিতে তাকে দেখা গেছে মেইন নারী ভিলেনের ভূমিকায়।
মাঝখানে দীর্ঘ বিরতির পর খলচরিত্রে অভিনয় করে বড়পর্দায় ফেরা মুনমুন চলচ্চিত্র থেকে দূরে থাকা নিয়ে মুখ খুলেছেন মিডিয়ায়। তাকে ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে নাকি চলচ্চিত্র থেকে সরে যেতে হয় বলে জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুন বলেন, ‘আমি ফিল্ম পলিটিক্সের শিকার। একসময় সুন্দর একটা ক্যারিয়ার ছিলো আমার, নাম ভূমিকায় ছবি হতো। আমার অ্যাকশন ছবিগুলো খুব হিট হতো সেসময়। পরে ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে চলচ্চিত্র ছেড়ে চলে যেতে বাধ্য হই।’
ফিল্ম পলিটিক্স নিয়ে তিনি বলেন, আসলে ফিল্ম পলিটিক্স সবখানেই আছে। আমাদের এখানের মতো হলিউড, বলিউড ও টালিউড- সবখানেই। আসলে আধিপত্য ও রাজত্ব টিকিয়ে রাখতে অনেক শিল্পীর সাথে শিল্পীরা, অনেক ডিরেক্টরের সাথে ডিরেক্টররা আবার প্রডিউসারও পলিটিক্সে জড়িয়ে পড়েন। আর আমার কাজ থেকে সরে যাওয়ার এটাই মূল কারণ।
মুনমুন বলেন, তখন আমার ছবি ফ্লপ ছিলো না, প্রতিটি ছবিই ভালো গেছে। কিন্তু তারপরও যখন দেখলাম কোনো কারণ ছাড়াই একটার পর একটা ছবি হারাচ্ছি, নতুন ছবির জন্য কেউ ডাকছে না- তখন বুঝলাম ফিল্ম পলিটিক্সে পড়ে গেছি। ওই সময় আমার কাছের ব্যানারগুলোও আমাকে বাদ দিয়ে অন্য নায়িকাদের নেওয়া শুরু করে। অনেকেই বলেছে, তাদের ছবিতে আমাকে নিতে চেয়েছিল- কিন্তু অমুকের জন্য আপনাকে নিতে পারিনি। অমুক ব্যক্তি আপনাকে বাদ দিয়ে অন্য নায়িকাকে সাজেস্ট করেছে। তো এইভাবে ফিল্ম পলিটিক্সে পড়ে যাই, আর তখন আমি প্রতিবাদ জানাতেও পারিনি, কারণ সময়টা ভালো ছিলো না। তাই সরে যেতে বাধ্য হই।
‘রাগী’ ছবিতে যুক্ত হওয়া নিয়ে এই চিত্রনায়িকা বলেন, আমি আশায় ছিলাম এমন একটা চরিত্রের জন্য, যেটার মধ্য দিয়ে দেখিয়ে দিতে চেয়েছি- আমি মুনমুন একজন ভালো আর্টিস্ট ছিলাম।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: