ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মা হচ্ছেন বুবলী, কিন্তু বাবা কে?

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:০১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:০১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর ধরে অভিনেত্রী শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল সামাজিক মাধ্যমে। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সন্তানের মা হচ্ছেন তিনি। এমন গুঞ্জন সবসময় অস্বীকার করে গেছেন তারা দুজনেই।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেছেন বুবলী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।’

ক্যাপশন থেকে অনুমেয় যে, কয়েকবছর আগেই সন্তানের মা হয়েছেন বুবলী। সেটা হতে পারে ২০২০ সাল। কারণ, ওই সময়টায় দীর্ঘ ১১ মাস উধাও ছিলেন তিনি। তখন হয়তো যুক্তরাষ্ট্রে সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা।

প্রকাশিত ছবির মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট। আবার কেউ কেউ নবজাতকের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। সবার আঙুল শাকিব খানের দিকে।

এদিকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) শাকিবের ছেলে জয়ের জন্মদিন। অনেকে ধারণা করছেন, নিশ্চয়ই বুবলীর সন্তানের পিতা শাকিব। অথচ পিতৃস্নেহ একা উপভোগ করছে জয়। এটা মেনে নিতে কষ্ট এই অভিনেত্রীর। এবার নিজের সন্তানের অধিকার প্রতিষ্ঠিত করতে ইচ্ছে করেই জয়ের জন্মদিনটা বেছে নিয়েছেন বুবলী।



আপনার মূল্যবান মতামত দিন: