ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মালেক আফসারীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা

আল আমিন | প্রকাশিত: ১১ মার্চ ২০২২ ০৬:৫৯

আল আমিন
প্রকাশিত: ১১ মার্চ ২০২২ ০৬:৫৯

মালেক আফসারী

বিনোদন ডেস্ক: অভিনেত্রী অরুণা বিশ্বাস ঢাকাই সিনেমার পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার হুঁশিয়ারি দিলেন। এর আগে, কু-ইঙ্গিতপূর্ণভাবে কথা বলে ভিডিও প্রকাশের অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এই অভিনেত্রী।

অরুণা বিশ্বাস গণমাধ্যমকে বলেছেন, ‘বিষয়টি আমার জন্য চরম অপমানের। তিনি আমাকে নিয়ে এইসব বলতে পারেন না। কোনোদিনই দ্বিতীয় শ্রেণির নায়িকা ছিলাম না। যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাস, জ্যোৎস্না বিশ্বাসের সন্তান আমি। যথেষ্ট শিক্ষা আছে আমার। বরং তার সিনেমায় অভিনয় করতে গিয়ে অনেক নায়িকার সঙ্গেই অভিনয় করেছি। তাকে কিছু বলিনি ভাই হিসেবে ক্ষমা করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সিনেমার মানুষদের অনেকের কাছেই লাখ লাখ টাকা পাই। সেইসব কথা কেউ বলে না। তিনি প্রকাশ্য ক্ষমা না চাইলে ১০ কোটি টাকার মানহানি মামলা করবো। সবাইকে নিয়ে এমন বানোয়াট কথা বলা বন্ধ করতে হবে তাকে। কেউ কিছু বলে না বলে সাহস পেয়েছেন তিনি। এর শেষ দেখতে চাই।’

যদিও এ বিষয়ে মালেক আফসারীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: