ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নতুন গান নিয়ে আসছে জেমস

আল আমিন | প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ০৩:২৬

আল আমিন
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ০৩:২৬

ফাইল ছবি

বিনোদন ডেস্ক: দেশের ব্যান্ড মিউজিকের অন্যতম জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমস। তার গান মানেই শ্রোতাদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস।

কিংবদন্তি এই সংগীতশিল্পী দীর্ঘ ১২ বছর ধরে নতুন কোনো গান করেননি। সিনেমায় প্লেব্যাক করেছিলেন বটে। তবে ভক্তদের কাছে জেমস মানে তো সেই চিরচেনা অডিও-মৌলিক গান। দীর্ঘ সেই বিরতির অবসান ঘটে গত ঈদে। ‘আই লাভ ইউ’ শিরোনামে নতুন গান উপহার দেন তিনি।

জানা গেছে, মাস খানেকের মধ্যেই তার নতুন গানটি প্রকাশ্যে আসবে। এরইমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটাল থেকে প্রচারণা শুরু হয়ে গেছে।

জেমসের ব্যক্তিগত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, গান রেকর্ডিং শেষ। ভিডিওর প্রস্তুতি চলছে। প্রচারণাও শুরু হয়েছে। তবে গান প্রকাশ হতে মাসখানেক সময় লাগবে। বাকিটুকু চমক হিসেবেই রাখতে চাইছেন জেমস।

গত ঈদে প্রকাশিত ‘আই লাভ ইউ’ গানটি জেমস তার ভক্তদের উৎসর্গ করেন। এ গানের কথায়ও ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: