ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দুর্গাপূজায় আসছে অপু বিশ্বাসের ‘ঈশা খাঁ’

আল আমিন | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ০৩:৪৯

আল আমিন
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ০৩:৪৯

ফাইল ছবি

বিনোদন প্রতিবেদক: দুর্গাপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘ঈশা খাঁ’। সিনেমাটিতে ঈশা খাঁর চরিত্রে দেখা যাবে অভিনেতা ডিএ তায়েবকে।

অভিনেতা ডিএ তায়েব বলেন, ‘ঈশা খাঁ’ সিনেমার সব কাজ শেষ দিকে। আগামী ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি প্রযোজনা করছে এসজি প্রোডাকশন। পরিচালক ডায়েল রহমান পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন।

‘ঈশা খাঁ’ প্রসঙ্গে অভিনেতা আরও বলেন, মোগল শাসন আমলের সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ (ঈশা খাঁ)। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। এরপর তৎকালীন গোগল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরে সেটা নিয়ে একের পর এক সংঘর্ষ বাধে। সেই ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ‘ঈশা খাঁ’।

সোনামণি চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘‘ঈশা খাঁ’ ইতিহাস নির্ভর ছবি। গতানুগতিকতার বাইরে গিয়ে তৈরি হয়েছে এই ছবির গল্প। আশা করছি, দর্শক ছবিটি পছন্দ করবেন।’’

এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব ও অপু বিশ্বাস। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না প্রমুখ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: