ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কন্যাসন্তানের বাবা- মা হলেন রণবীর-আলিয়া

আল আমিন | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২ ০২:০৮

আল আমিন
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২ ০২:০৮

ফাইল ছবি

বিনোদন ডেস্ক: কন্যাসন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্ক ভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল সাড়ে ৭টা নাগাদ রণবীরের কাপুরের সঙ্গে হাসপাতালে পৌঁছান অন্তঃসত্ত্বা আলিয়া। কয়েক ঘণ্টা পরই কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।

শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুর, নীতু কাপুরও রয়েছেন হাসপাতালে।

হাসপাতালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন বলিউডের তারকা জুটি রণবীর ও আলিয়া। ২৭ জুন আলিয়ার সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। আলিয়া নিজেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছিলেন।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিটির সেটে প্রেম হয়েছিল রণবীর-আলিয়ার। পাঁচ বছর প্রেম করার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে রণবীর-আলিয়া জুটির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান - শিবা’।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: