
বিনোদন ডেস্ক: চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা অনুধাবন করে দু দেশের মধ্যে এ সংঘাত নিরসনে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্ব নেতারা। এক্ষেত্রে আন্তর্জাতিক নেতারা ইউক্রেনেকে মানবিক ও সামরিক সহায়তা দেয়ার আশ্বাসও দিয়েছেন। আর এ তালিকা থেকে বাদ যাচ্ছে না আন্তর্জাতিক তারকারাও।
সম্প্রিতি আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়াও জানিয়েছেন প্রতিবাদ, সাহায্য চেয়েছেন ইউক্রেনের জন্য।
ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা বর্তমান ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতির একটি ভিডিও শেয়ার করেছেন । সেই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে সেখানকার বাসিন্দারা শুধু বেঁচে থাকার স্বার্থে সাবওয়ে স্টেশনগুলোকে বাঙ্কার হিসেবে ব্যবহার করছেন।
তার এই ভিডিওর সঙ্গে ক্যাপশনে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ইউক্রেনের বর্তমান পিরিস্থিতি এককথায় শিউরে ওঠার মতো। এতটাই ভয়ঙ্কর। সেখানকার নিরীহ মানুষ তাদের এবং কাছের মানুষের জীবন হাতে নিয়েই বসবাস করছেন। আধুনিক বিশ্বে এই বিষয়টি কীভাবে ঘোরতর সমস্যায় বাড়তে পারে সেটি এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তবে এটি এমন একটি মুহূর্ত, যা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।
সেই ভিডিও পোস্ট করে সেখানকার বাসিন্দাদের সাহায্য করার আর্জি জানিয়েছেন প্রিয়াঙ্কা । সকলের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি।
প্রিয়ঙ্কা বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে যারা বাস করছেন তারা সাধারণ এবং নিরীহ মানুষ– আমার আপনার মতই।’ ইনস্টাগ্রামে একটি লিঙ্ক জুড়ে দিয়েছেন তিনি যার মাধ্যমে সেই দেশের মানুষদের সাহায্য করা যাবে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: