
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তারুণ্য নির্ভর নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানস্থলে স্লোগানে-মিছিলে ছাত্র-জনতার উচ্ছ্বাস দেখা গেছে।
এর আগে মিছিল নিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয় ছাত্র-জনতা। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে নানা স্লোগান দিচ্ছে তারা।
তাদের কেউ এসেছেন রংপুর থেকে মিছিল নিয়ে, কেউ এসেছেন খুলনা থেকে। আজ শুক্রবার বেলা তিনটা পর্যন্ত নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে মানিক মিয়া অ্যাভিনিউতে।
আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সেখানে আমন্ত্রণপত্র ছাড়া সর্বসাধারণ প্রবেশ করতে পারছে না। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা উপস্থিত হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আয়োজনে সার্বিক নিরাপত্তায় দায়িত্বপালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরেজমিনে দেখা গেছে, আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: