ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিয়ানীবাজারে শেখ মুজিবের দুটি ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

এ আর লিমন | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৭

এ আর লিমন
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৭

সিলেটের বিয়ানীবাজারে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরালের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও নামফলক গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলের দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এ ভাঙচুর চলে। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তাফা মুন্না ম্যুরাল ও নামফলক গুঁড়িয়ে দেওয়ার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বিয়ানীবাজার পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেন। বেলা তিনটার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা উপজেলা কমপ্লেক্সের সামনে থাকা শেখ মুজিবের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ম্যুরালটি আংশিক ভাঙচুর করা হয়েছিল। এ সময় সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা নামফলক ভাঙচুর করা হয়।

বেলা সাড়ে তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত পৌরসভা কার্যালয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উদ্বোধন করা একটি নামফলক ভাঙচুর করা হয়। এ সময় পৌরসভার নকশাকার আশরাফুল ইসলাম বিক্ষুব্ধদের হাতে মারধরের শিকার হন। এ ছাড়া বিকেল পাঁচটার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে থাকা শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। এ ম্যুরালটিও ৫ আগস্ট আংশিক ভাঙচুর করা হয়েছিল।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। পরে মধ্যরাতে তাঁরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থাকা শেখ মুজিবের আরেকটি ম্যুরাল গুঁড়িয়ে দেন।



আপনার মূল্যবান মতামত দিন: