ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আড়াই মাস পর তালা ভেঙে কার্যালয়ে বিএনপি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৪ ১১:৫১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৪ ১১:৫১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : আড়াই মাস পর খুললো বিএনপির দলীয় কার্যালয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে কার্যালয়ের সামনে জড়ো হন নেতা-কর্মীরা। পরে তালা ভেঙে নেতা-কর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি।

এ সময় রিজভী বলেন, ২৮ অক্টোবরের নারকীয় তাণ্ডবের মধ্য দিয়ে বিশাল সমাবেশ পণ্ড করেছিল সরকার। আড়াই মাস পর কার্যালয়ে এসেছি। বলেন, আমি এখন কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাইছি না। বিকাল ৩টায় আমাদের সিনিয়র কেন্দ্রীয় নেতারা এই কার্যালয় থেকে আপনাদের সাথে কথা বলবেন।

চবি চাইলেও পুলিশ দেয়নি অভিযোগ করে রিজভী বলেন, চাবি চাওয়ার পরেও পুলিশ চাবি দেয়নি। তাই তালা ভেঙে ঢুকতে হয়েছে। ভয়ংকর ধুলোবালি জমেছে। কার্যালয়ের ভেতরও এলোমেলো।

রিজভী বলেন, শেখ হাসিনা গণতন্ত্রের কথা বলে! তাদের নিজেরদের মধ্যেই নির্বাচন হয়েছে, নিজেদের মধ্যেই জয়-পরাজয় আর এবার হবে তাদের নিজেদের মধ্যে ক্ষয়।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ কেন্দ্র করে রাজধানীতে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য ও একজন দলীয় কর্মী নিহত হন। নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সেদিন রাতেই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন নেতা-কর্মীদের। এরপর থেকেই বিএনপির কার্যালয় ছিল তালাবদ্ধ। অবশেষে আড়াই মাস পর সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন নেতা-কর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন: