ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আমরা কি ললিপপ খাব: ওবায়দুল কাদের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩ ১৮:৩৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩ ১৮:৩৭

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ১৮ অক্টোবরকে সামনে রেখে ঢাকায় লোক জড়ো করছে। তারা ঢাকা শহর অবরোধ করবে, সমাবেশ থেকে সচিবালয় অবরোধের ঘোষণা দেবে। তারা ক্ষমতা দখল করার জন্য জড়ো হচ্ছে। আওয়ামী লীগও একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হবে।

সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগ আয়োজিত যুব সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ঢাকা সিটির খবর রাখেন? ১৮ তারিখ সামনে রেখে বিএনপি সারা বাংলাদেশে ডিসেম্বর মাসের মতো তাদের নেতা-কর্মীদের ঢাকায় আনতে শুরু করেছে। হোটেল খালি নেই, নতুন বাড়ির ফ্ল্যাট ভাড়া নিচ্ছে। ডিসেম্বর মাসের মতো আবার সরকার পতনের খোয়াব দেখছে। বিএনপির আন্দোলন ভুয়া।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা (বিএনপি) ঢাকা শহর অবরোধ করবে, সচিবালয় অবরোধ করার ঘোষণা দেবে। ফখরুল হাওয়া থেকে পাওয়া খবর ছড়াচ্ছে। এখন টাকাপয়সা ভালোই পাচ্ছে, মালপানি ভালোই পাচ্ছে। টাকা দিয়ে (গত) ডিসেম্বরে আন্দোলন হয়নি।’

তিনি বলেন, ‘পশ্চিমা বিশ্ব আমাদের বলেছে, তারা নির্বাচনকে কোনো দলকে সমর্থন করে না। ফখরুল কোথা থেকে, হাওয়া থেকে পাওয়া খবর বললে ছাড় দেব না। ডিসেম্বরের চেয়েও কড়া খেলা হবে। ফাউল করলে লাল কার্ড। লাল কার্ড তৈরি হয়ে আছে। আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।’

উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করে বিএনপি ও সমমনা দলগুলো। সমাবেশ থেকে ২৪ ডিসেম্বর সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিলের ঘোষণা দেয় বিএনপি। একই দিন আওয়ামী লীগও কর্মসূচির ঘোষণা দেয়।

ওবায়দুল কাদের বলেন, ‘১৮ তারিখে আমরাও সবাই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হব। তারা ক্ষমতা দখল করার জন্য জড়ো হচ্ছে, তাহলে আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব?’

তিনি বলেন, ‘শেখ হাসিনা মাথা নত করবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। ফখরুলরা সাহস পাচ্ছে বিদেশ থেকে, আমরা সাহস পাচ্ছি জনগণ ও শেখ হাসিনার সাহসী নেতৃত্বে। আমরা ভয় পাই না। আমরা সত্যের পথে আছি।’



আপনার মূল্যবান মতামত দিন: