ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

এবার আর এক তরফা নির্বাচন সম্ভব হবে না: মির্জা ফখরুল

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩ ১৫:২০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩ ১৫:২০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। তাই বিএনপি নির্বাচন নিয়ে ভাবছে না।

বুধবার (১১ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এবার আর এক তরফা নির্বাচন সম্ভব হবে না।

সরকার সাংঘর্ষিক অবস্থা তৈরি করতে চায় অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

এ সময় সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তাদের প্রত্যেকটি কথার মধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়।

এ ছাড়া মঙ্গলবার রাতে বিএনপি নেতা এ্যানীকে গ্রেপ্তারেরও বিষয়ে নিন্দা জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও ড. আব্দুল মঈন খান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: