ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আমেরিকা থেকে খালি হাতে উড়ে এসেছেন শেখ হাসিনা: ফখরুল

আল আমিন | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩ ১৮:২৫

আল আমিন
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩ ১৮:২৫

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: আমেরিকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি হাতে উড়ে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বহু চেষ্টা করেছেন ভিসা নীতি বাতিল করে নিজেদের রক্ষা করতে। কিন্তু ব্যর্থ হয়েছেন

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া খন্দকার ফুড গ্যালারি মাঠে বিএনপির রোডমার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘তারা বিদেশিদের বোঝাতে বহু চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বিদেশিরা তাদের কথা শোনে নাই। সাড়া দেয়নি।


শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোট চুরি নির্বাচন মেনে নেবে না। এ দেশের মানুষ আগের মতো ভোট চুরি নির্বাচন করতে দেবে না।

তিনি আরও বলেন, ‘এবার নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে। তাদের বিনা ভোটে ক্ষমতা যেতে দেওয়া হবে না। শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না। আজ সব গণতান্ত্রিক শক্তি এক জোট হয়েছে। কথা পরিষ্কার, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আজকে তারা ভয় দেখায়। ভয়ে (ভয় দেখিয়ে) কোনো কাজ হবে না।’

প্রসঙ্গত, দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে প্রস্তুত। অশান্তি সৃষ্টি করা হলে তাদের রুখে দিতে আমরা প্রস্তুত। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কারও স্বার্থের বশীভূত হয়ে নির্বাচন হবে না।’



আপনার মূল্যবান মতামত দিন: