ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

‘বাংলাদেশ এখন শক্তিধর বলয়ে, বাইডেন শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলে’

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের শক্তিধর বলয়ে চলে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলে। তাই নিষেধাজ্ঞা দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখে লাভ নেই।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। আরও বলেছেন, বিএনপি এতদিন বাইডেন সাহেবের দিকে তাকিয়ে ছিল। তিনি আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে বসাবেন। কী দেখলেন আজকে? বাইডেন সাহেব নিজেই শেখ হাসিনার সঙ্গে সেলফি তুললেন। সঙ্গে পুতুলও ছিল। এ দৃশ্য দেখে বিএনপির এখন কী হবে?

ওবায়দুল কাদের বলেন, শক্তিধর দেশগুলোর সাথে বন্ধুত্বের বলয়ে এসেছে বাংলাদেশ। তাই বিশ্বনেতারা একের পর এক বাংলাদেশে আসছেন। নির্বাচনে না আসার কথা বললেও বিএনপি গোপনে ভোটের প্রস্তুতি নিচ্ছে। আর বিএনপির আন্দোলনে কেউ নাই। তাদের পদযাত্রা নয়, পশ্চাৎযাত্রা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: