ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় ইশরাককে গ্রেপ্তার: তথ্যমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ০১:৩১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ০১:৩১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেনকে গ্রেপ্তারের বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি বিধায়। ২০১৯ সালের একটি বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে। আরো মামলাও তার বিরুদ্ধে আছে। গতকালের মিছিলের সঙ্গে তার গ্রেপ্তারের কোনো সম্পর্ক নাই।’

‘যারা জ্বালাও পোড়াও করেছিল এবং মানুষ পুড়িয়ে মারার যারা হুকুমদাতা, তাদেরও গ্রেপ্তার করা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।’

বিএনপিকে নির্বাচন ভীতি পেয়েছে মন্তব্য করে সরকারের এ মন্ত্রী বলেন, ‘শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনও বর্জন করেছে। তাদের মধ্যে নির্বাচন ভীতি পেয়ে বসেছে।’

তিনি আরো বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের রায়ে বিশ্বাস করে তাদের কাছে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি আশা করব বিএনপি ভীতি কাটিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।’



আপনার মূল্যবান মতামত দিন: