
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির মিছিলে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে। আবার যদি হামলা করা হয় তাহলে আমরা পাল্টা জবাব দেব। আমরা আর বসে থাকব না। সরকারের সময় শেষ হয়ে এসেছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজার এলাকায় সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস।
এ সময় মির্জা আব্বাস বলেন, আজকের এই মিছিল থেকে প্রমাণ হবে বিএনপির নেতাকর্মীরা এ সরকারকে ভয় পায় না। বিএনপি নেতাকর্মীরা কাউকে ভয় পায় না। বিএনপি নেতাকর্মীরা আজ এই পদযাত্রায় অংশগ্রহণ করে প্রমাণ করেছে রাজপথ আমাদের দখলে।
বিএনপির শীর্ষ এই নেতা বলেন, এই সরকারের সময় শেষ হয়ে এসেছে। তাই তারা উল্টাপাল্টা আচরণ শুরু করেছে। বিশ্ববাসী এই সরকারের উপর অতিষ্ট। সারাদেশের জনগণ এই সরকারের উপর অতিষ্ট। তাই এ সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। আজকের এই পদযাত্রা থেকে আমরা প্রমাণ করব বিএনপি এই সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: